Feasibility Study by Dhaka Designer
কোথাও একটা প্রজেক্ট হবে কি হবেনা , যদি হয়, তাহলে কেমন হবে ?
আর যদি না হয়, তাহলে কেন সেটা হবে না ? বা কেন হওয়া উচিত হবেনা ?
সেটাই মূলত ফিজিবিলিটি স্টাডি। ছোট বড় সব ধরণের প্রজেক্টেরই ফিজিবিলিটি স্টাডি হয়ে থাকে। এর আউটপুট মূলত একটি রিপোর্ট, সেটা দুই পাতারও হতে পারে, আবার হাজার পেইজেরও হতে পারে।
ধরুন একটা ব্রিজ বানানোর কেউ প্রপোজাল নিয়ে আসলো। প্রথমেই যেটা দেখতে হবে এখানে ব্রিজ আদৌ দরকার কিনা। আর যদি দরকার হয়ে থাকে, তাহলে এটার ফিজিবিলিটি কতটুকু সেটা অনেকরকম এনালাইসিস থেকে আসবে। ইকোনমিক ফিজিবিলিটিতে থাকতে পারে যে কত টাকা দিয়ে বানাতে হবে। আর সেই টাকাটা টোলের টাকা দিয়ে কত বছর পর উঠে আসবে। অথবা এমনও হতে পারে এটা ভর্তুকি বা উন্নয়ন বাজেরটের টাকায় হয়ে যাবে, টোল ই লাগবেনা। আবার এমনও হতে পারে কেউ একজন স্পন্সর করবে আর সেই স্পন্সরশিপ যোগাড় করার মত কেউ বা কোন পার্টি রেডি আছে।
ছোট ছোট বিষয়েও কিন্তু আমরা ফিজিবিলিটি করি। যেমন ধরেন আমি ভাড়া বাসায় আছি, বাসাটা কি আমি নিজের টাকায় রং করাবো ? উত্তরটা হ্যাঁ হবে , নাকি না হবে, সেটা নির্ভর করবে এই ফ্রেশ রং করারনোর টাকা খরচ করাটা আমার জন্য ফিজিবল কিনা। আবার গ্রামে বাড়ি বানাতে যেই এক কোটি টাকা খরচ হবে, সেটা দিয়ে কি ঢাকাতেই ফ্ল্যাট কিনে ফেলা ঠিক হবে? - এই প্রশ্নের উত্তরটাও আসবে ফিজিবিলিটি স্টাডি থেকে। নিচে ফিজিবিলিটি স্টাডিতে কি কি সার্ভিস থাকে তার একটি লিস্ট দেয়া হলো। বাস্তবে আরো অনেক অনেক বিষয় এর সাথে জড়িত থাকতে পারে।
#feasiblity_study #dhakadesigner #feasiblity_analysis
Scopes of Feasibility Study Services:
Economic Analysis
We review project costs, revenue projections, and funding options to check financial viability. This helps you make informed decisions and secure funding.
Technical Feasibility
We look at the technical requirements and challenges of your project. By identifying needed technologies, we ensure your project is feasible and efficient.
Legal & Regulatory Compliance
We ensure your project meets all legal, zoning, and environmental regulations, protecting you from legal issues.
Schedule Feasibility
We create detailed project timelines, identifying key milestones and potential delays, keeping your project on track and within budget.
Risk Assessment
We identify potential risks early and develop strategies to manage them, ensuring project stability and success.