আমরা অনেক বড় একটা কাজের ছোট একটা পার্ট করেছিলাম। কাজের মাঝে ছিল পুরো প্রজেক্টের মডেলিং করে দেয়া, এনিমেশন করা, ল্যান্ডস্কেপ ডিজাইন আর টোলপ্লাজা+অকজিলিয়ারি বিল্ডিংগুলো ডিজাইন করা । এনিমেশনটা দিয়ে দিলাম এখানে যদিও অনেক বোরিং কিন্তু যারা রোড ডিজাইন প্রজেক্ট নিয়ে কাজ করেন, তাদের জন্য আবার অনেক ইম্পর্ট্যান্ট । ও হ্যাঁ এখানে একেবারে রোডের শেষে বা তামাবিল এ একটা গেইট এর মত আছে। ওটারও ডিজাইন ডিটেইলিং করতে হয়েছিলো।
এখানে কিছু ছবি দিয়ে দিলাম
Comentarios