লিড (LEED) বা Leadership in Energy and Environmental Design হল যুক্তরাষ্ট্রের গ্রিন বিল্ডিং কাউন্সিল (USGBC) এর একটি সার্টিফিকেশন প্রোগ্রাম, যা সাস্টেইনেবল বিল্ডিং ডিজাইন এবং কনস্ট্রাকশনের জন্য নির্ধারিত। যারা গ্রীন বিল্ডিং কনসালটেন্সিতে কাজ করতে চান, তাদের জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সার্টিফিকেশন।
Leed Certification কেন গুরুত্বপূর্ণ?
সাসটেইনেবিলিটি: Leed Certification করার মাধ্যমে আপনি টেকসই ডিজাইন এবং গ্রীন বিল্ডিং কনসেপ্টগুলোর বিস্তারিত ধারণা পাবেন।
বিল্ডিং ডিজাইনে ইনোভেশন: লিডের বিভিন্ন কনসেপ্ট যেমন রেইনওয়াটার হার্ভেস্টিং বা এনার্জি ইফিসিয়েন্সি আইডিয়াগুলো আপনার ডিজাইনে ইমপ্লিমেন্ট করতে পারবেন।
Leed Certification নেওয়ার ধাপ
১. LEED Green Associate (GA): এটি এন্ট্রি লেভেল সার্টিফিকেশন, যেখানে বিশেষ কোন প্রাথমিক অভিজ্ঞতা ছাড়াই পরীক্ষা দেয়া যায়।
২. LEED Accredited Professional (AP): GA পাস করার পর আপনি এপি এক্সাম দিতে পারবেন। একসাথে GA এবং AP পরীক্ষা দিলে খরচ কিছুটা কম হয়।
প্রস্তুতি কিভাবে নেবেন?
LEED এক্সামের জন্য অনলাইনে প্রচুর রিসোর্স এবং কোর্স পাওয়া যায়। আপনি ইউডেমি থেকে ভালো রিভিউযুক্ত কোর্স এবং প্র্যাকটিস প্রশ্ন কিনে শুরু করতে পারেন। এছাড়াও, অনেক পিডিএফ এবং রিসোর্স ইউএসজিবিসি’র ওয়েবসাইটে পাওয়া যায়।
কোথায় পরীক্ষা দেবেন?
বাংলাদেশে অনলাইনে বা ঢাকার ট্রিপল এ সেন্টারে গিয়ে LEED এক্সাম দেয়া যায়। অনলাইনে পরীক্ষা দিতে গেলে সিকিউরিটির কারণে কিছু অতিরিক্ত নিয়ম মানতে হয়, তাই সেন্টারে গিয়ে পরীক্ষা দেয়া একটু সহজ।
যদি আপনার আরো প্রশ্ন থাকে, নিচে মন্তব্য করুন বা আমাদের মেসেজ দিন।
Comments