বাংলাদেশের বিখ্যাত ওয়ালটন কোম্পানির ওউনারদের একটা বেডরুমের রেনোভেশনের কাজে ডাক পড়েছিল একবার আমাদের। এই ছিল ডিজাইন। যদিও বেশিরভাগ ইন্সট্রাকশন তাদের ই ছিল। ইন্টেরিয়রের কাজ ই মূলত আপনি যা চান, তা -ডিজাইনের মাঝে ফুটিয়ে তোলা ।
মাস্টারবেডটি মূলত দুটি রুমের কম্বিনেশান। বেড এরিয়া এবং ক্লজেট এরিয়া। বেডরুমে একটা টানা কেবিনেট ছিল আগে থেকেই। আর একপাশে আছে একটি ওয়ার্কস্টেশান। পুরো বাড়িই সেন্ট্রালি এয়ার কন্ডিশন্ড। ছোট কাজ তাই আর খুব একটা ব্রিফিং এ গেলাম না, রেন্ডারগুলো দেখলেই বুঝা যাবে সব। আর হ্যাঁ ক্লোজেট এরিয়াটায় হিজ এবং হার, দুটি পার্ট আছে।
Comentarios